রাতর আধারে খাদ্য সামগ্রী নিয়ে দ্বারে দ্বারে জাগ্রত বোয়ালিয়া

0
318

আনোয়ারা প্রতিনিধিঃআনোয়ারায় বোয়ালিয়া গ্রামে কিছু অসচ্ছল পরিবার রয়েছে।অনেকে ইচ্ছে থাকলেও করোনা আতংকে ঘর থেকে বের হতে চিন্তা করে সাহায্য করতে।আবার করোনা ভাইরাসের কারনে সরকার কতৃক নির্ধারিত হোম কোয়ারেন্টাইন পালন করতে গিয়ে খুব বিপাকে পরেছেন অনেকেই।এইরকম কিছু নিম্ন আয়ের হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বোয়ালিয়ার একটি প্রাচীন সংগঠন জাগ্রত বোয়ালিয়া।জানা যায়,৬সোমবার ২০২০,সন্ধ্যার পর ৭টা থেকে গভীর রাত পর্যন্ত প্রকৃত দুস্থদের হাতে এসব তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।একটু ব্যাতিক্রম চিন্তার মমধ্যদিয়ে ত্রান বিতড়ণ করেছেন তারা,যেটা ইসলামের দৃষ্টিতে প্রকৃত নিয়ম বলা যায়।সমাজে যেহেতু সবারই আত্বসম্মান রয়েছে তাই অনেকে লজ্জা পেয়ে হয়তো ত্রান নিতে আসবেনা।তাই নিজ উদ্যগে তা মানুষের বাড়ি পৌছে দেয়াটাই প্রকৃত দান করা।যা ধর্মে বর্ণিত আছে “ডান হাতে দান করো যেন বাম হাতে না জানে”আরো প্রতীয়মান হয় যে তারা ত্রান গ্রহীতার সাথে কোন ছবি তুলেননি।খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগ্রত বোয়ালিয়ার সাংগঠনিক সম্পাদক হাবিব আলী,প্রচার সম্পাদক আশিকী ফরহাদ,সহ-প্রচার সম্পাদক নুরুদ্দীন আবেদীন প্রমুখ।এ সময় উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবিব আলী বলেন,প্রয়োজনের তুলনায় সীমিত হলেও কিছুটা তাদের অভাব দূর করার বৃথা চেষ্টা আমাদের।যাহা আমাদের ক্ষুদ্র প্রয়াস ও সাধ্যর ভিতরে থেকে করতে হয়েছে।
তিনি সবার উদ্দেশ্য আরো বলেন,আমরা সরেজমিনে দেখেছি বহু মানুষের এখনই ত্রান প্রয়োজন। সমাজ ও দেশের ভিত্তবানরা এই সংকটময় সময়ে সাহায্যর হাত বাড়িয়ে দিলে হবে মানবতার সেবা।আর হ্যা!সবাইকে সরকারী দেয়া নির্দেশিকা অনুযায়ী চলুন।ঘরে থাকুন,কোন দরকার হলে প্রশাসনের সাহায্য নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here