মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার ছাড়া দাফন, প্রতিবাদে মানববন্ধন

0
208

চট্টগ্রাম জেলা- বাঁশখালীতে রাষ্ট্রীয় গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের দাফনের ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (২৮ জুলাই) বাঁশখালীতে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা এ ঘটনায় ক্ষোভ জানান। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার (অর্থ) আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার (ভারপ্রাপ্ত) আবুল হাসেম, সাবেক কমান্ডার সরোয়ার আলম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

এদিকে ঘটনা তদন্তে বাঁশখালী পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার, স্থানীয় প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন।

ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটির কাছে লিখিতভাবে বক্তব্য জানান মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের ছেলে জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক রোষানলে পড়ে তার বাবা শেষ সম্মানটুকু পাননি।

জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী অপ্রপচার করছেন, আমার বাবা মুক্তিযোদ্ধা নয়। বাঁশখালীতে কোনো মুক্তিযুদ্ধ হয়নি। তার এমন হীনমনমানসিকতার বক্তব্য নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। আমার বাবা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দীর্ঘদিন ধরে। সংসদ সদস্যের অপকর্ম আমার বাবা পছন্দ করতেন না তাই তিনি এমন অপপ্রচার চালিয়ে আমার বাবাকে ছোট করার চেষ্টা করছেন।

২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফ। ২৭ জুলাই বাঁশখালীর শেখেরখীল এলাকায় জানাজার নামাজ শেষে দাফনের সময় তাকে গার্ড অব অনার দিতে যথাসময়ে উপস্থিত হননি উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা। পরে পরিবার মরদেহ দাফন করে ফেলে। দাফনের পর উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ করে।

ডা. আলী আশরাফ শেখেরখীল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। ডা. আলী আশরাফ বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here